ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়ার বড়ালী এলাকায় ঘরের মধ্যে বাঁশের সাথে বাঁধা ওড়না গলায় পেচানো ঝুলন্ত অবস্থায় শাপলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী মাঠ পাড়া গ্রামের আজগর মিস্তিরির বাড়িতে ঘটনাটি ঘটে বলে জানান সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল৷
এ ঘটনা ওই গৃহবধূর স্বামী শাহীন হোসেনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ৷
ইউপি চেয়ারম্যান আজকের পত্রিকা’কে বলেন, জানা গেছে তারা স্বামী-স্ত্রী রাতে একই ঘরে ঘুমিয়ে ছিল৷ সকালে সেই ঘরের মধ্যে থেকে রহস্যজনকভাবে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়৷ স্থানীয়রা মৃতদেহ ঘরের বারান্দায় রাখলে সেখান থেকে মৃতদেহটি পুলিশ উদ্ধার করেছে৷ গৃহবধূর শরীরের কিছু দাগ থাকায় সকাল ১০ টার দিকে নিজ বাড়ি থেকে নিহত শাপলা খাতুনের স্বামী শাহীন হোসেনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে৷
নিহত শাপলা খাতুনের বাবা ও নাম প্রকাশে অনিচ্ছুক বোনের মেয়ে বলেন, কয়েক দিন আগে তাদের মধ্যে গ্যাঞ্জাম হয়েছিল৷ ঘটনারদিন রাতে তারা ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন ঘুমিয়ে ছিল৷ কিন্তু সকালে সেই ঘরে খাটের মধ্যো খানে আড়ায় কাকতালীয় ভাবে স্ত্রীর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে আর স্বামী এ বিষয়ে কিছু জানেনা সম্পূর্ণ বিষয়টা অত্যন্ত কৌতুহলী এটা কখনো আত্মহত্যা হতে পারে না ৷ ঘটনার সঠিক তদন্ত ও গৃহবধূর মৃতদেহ পরীক্ষার মাধ্যমে গৃহবধূর পরিবার ও এলাকাবাসী আসল রহস্য জানতে পারবে এ জন্য তারা প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন৷
সোনাবাড়িয়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল ইসলাম বলেন, মেয়ের মৃতদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় নিয়েছে পুলিশ৷ মেয়ে ও ছেলের পরিবারের সাথে কথা হয়েছে উভয় পক্ষই সমঝোতা চায়৷ মেয়ের বাবা বলেছে মেয়ের মৃতদেহ দ্রুত মাটি দিতে হবে সবমিলিয়ে মেয়ে পক্ষ থেকেও রেজাল্ট ভালো যেহেতু মেয়ের মিলাদ দিতে হবে সেখানে খরচের ব্যাপার আছে তারা একটা কথা বলেছে আমরা উভয়পক্ষের সাথে কথা বলে একটা সমঝোতা করব৷
কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশের একটির টিমের মাধ্যমে তদন্ত চলছে তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে৷ এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শাহীন হোসেনকে আটক করা হয়েছে৷
ছবি ক্যাপশন: গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী শাহীন হোসেনকে জিজ্ঞাসাবাদে নিচ্ছে কলারোয়া থানা পুলিশ৷

