সমাজের আলো। ।থামছেই না ধর্ষণের ঘটনা। সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ধর্ষরে ঘটনা ঘটেছে। যার মধ্যে খুলনায় ঘুমের ওষুধ খাইয়ে ১২ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক হোমিওপ্যাথিকস চিকিৎসকের বিরুদ্ধে। অন্যদিকে বগুড়ায় ভুয়া নাম দিয়ে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ার পর ফুসলিয়ে ডেকে নিয়ে ৮ম শ্রেণীতে পড়া মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এছাড়া বাগেরহাটে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তেরো বছর বয়সের ষষ্ঠ শ্রেণীর এক কিশোরীকে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগে মিজান নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবার গত ৯ আগস্ট গাজীপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে লাশ বালুর নিচে পুঁতে রাখে ধর্ষকরা। এ ঘটনায় জড়িত থাকায় দুই কিশোরকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
