সমাজের আলো : ধুলিহর ভূমি অফিসে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত হওয়া নায়েব মোকলেছ ও বদলী হওয়া রফিকুল কে যোগদান করতে না দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।বৃহস্পতিবার এ দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগও করেছেন তারা।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত কয়েক বছর পুর্বে ধুলিহর ভূমি অফিসের নায়েবের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। সে সময় রফিকুল ইসলাম তার ঘুষ বাণিজ্যের জন্য স্থানীয় মৃত. মোফাজ্জেল সরদারের পুত্র মিজানুর রহমানকে অফিসে কাজে লাগান। পরবর্তীতে নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তৎকালিন জেলা প্রশাসক একেএম মহিউদ্দীন এর কাছে অভিযোগ দায়ের করলে তিনি রফিকুল কে অন্যত্র বদলী করে দেন এবং দালাল মিজানুর কে ভুমি অফিসে প্রবেশ করে নিষেধ করেন। সেখানে যোগদান করেন নায়েব মোখলেছুর রহমান। তিনি যোগদানের পর রফিকুলের সুপারিশে আবারো ঘুষ আদায়ের জন্য দালাল মিজানুর কে ঝাড়ু–দার হিসেবে যোগদান করান। ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসকে ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত করে নায়েব মোখলেছ ও দালাল মিজানুর। ২ টা ইউনিয়নের ভূমি সেবা প্রত্যাসীদের চেক কাটার মূল টাকার পরে অতিরিক্ত টাকা আদায় করত এই মিজানুর। নামজারীতে নিতো চার থেকে পাঁচহাজার টাকা।কিছু ক্ষেত্রে ১৫ থেকে ২০ হাজার টাকাও নিতো নায়েব মোকলেছ ও মিজানুর, নাম প্রকাশ না করার সর্তে অনেকে বলেন নায়েব মোকলেছ কাছে আমরা টাকা দিয়েছিলা কিন্তু সে ফেরত দেই নি।

সে সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তৎকালিন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ঘুষ গ্রহণের অভিযোগে হাতে নাতে আটক করে নায়েব মোখলেছ কে সাময়িক বরখাস্ত করেন এবং দালাল মিজানুরকে। ভূমি অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা দেন মিজানুর কে।সম্প্রতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের বদলী হওয়ায় আবারো ধুলিহর ভূমি অফিসে যোগদানের জন্য তদবির শুরু করেছেন নায়েব মোখলেছ ও রফিকুল ইসলাম। এমন খবরে অত্র এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

এলাবাসী জানান ওই ২ ঘুষখোর নায়েব ও মিজানুর যদি এই অফিসে যোগদান করে তাহলে আবারও দুর্নীতির আখড়ায় পরিনত হবে ধুলিহর ভূমি অফিস। তাই ওই মহাদুর্নীতিগ্রস্থ দুই নায়েব মোখলেছ ও রফিকুল কোন ভাবেই যেন ধুলিহর ভূমি অফিসে যোগদান করতে না পারে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া ধুলিহর ভূমি অফিসকে দালাল ও ঘুষ মুক্ত রাখতে বর্তমান নায়েব-কে বহাল রাখার দাবি জানিয়েছেন ২ টি ইউনিয়নের সাধারণ মানুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *