সমাজের আলো : সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল একই কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেনের কাছে ৩০ লাখ টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমান কলেজ অধ্যক্ষের দাবীকৃত ঘুষের টাকা না দেওয়ায় অবসর গ্রহণের প্রায় ১৩ মাস পরেও অবসরকালীন ভাতা (পেনশন) পাচ্ছেন না বলে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রফেসর এস এম মনোয়ার হোসেন। এ সময় ওই কলেজের সাবেক উপাধ্যক্ষ গোলাম মোস্তফাও উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *