সমাজের আলো : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা হাজতে আটকে রেখে ঘুষ বাণিজ্যের অভিযোগে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজুর রহমানের পর এবার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে।শুক্রবার (২৬ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, পুলিশের রুটিন বদলি হিসেবে আগেই আবুল কালাম আজাদকে বদলি হয়। নির্বাচনের ডিউটির কারণে সেটা কার্যকরে বিলম্ব হয়। তাকে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানায় বদলি করে সেখানকরা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেছেন এসএম মিজানুর রহমান।এর আগে রোববার (২১ নভেম্বর) এসআই মোহাম্মদ মাহফুজুর রহমানের কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এতে তাকে বলতে শোনা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) চরহাজারী ইউনিয়ন থেকে তিনজনকে আটক করে ৩৩ হাজার ৭০০ টাকা আদায় করেছেন। সেখান থেকে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদকে ১৩ হাজার টাকা দিয়েছেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *