সমাজের আলো : ঘুসের ৫০ হাজার টাকা নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ধরা পড়েছেন মো. আলাউদ্দিন মিয়া নামে এক বেসামরিক কর্মচারী।সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির স্টার কাবায়ের তৃতীয় তলা থেকে ঘুসের টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।মুহাম্মদ আরিফ সাদেক জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সরবরাহ করা পণ্যের প্রতিবেদন দেওয়ার জন্য ঠিকাদারের কাছে ২ শতাংশ হারে ঘুস দাবি করেন। ঘুসের অংশবিশেষ টাকা তিনি বিভিন্ন সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতেন। এর প্রমাণ পায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন। সেই মামলার সূত্র ধরে সোমবার ঘুসের অবশিষ্ট ৫০ হাজার টাকা নেওয়ার সময় আলাউদ্দিনকে গ্রেফতার করে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

আলাউদ্দিন সেনাবাহিনীর আওতাধীন ইন্সপেক্টরেট অব ভেহিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট (আইভিঅ্যান্ডইই) বিভাগের বেসামরিক কর্মচারী বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *