রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: শুক্রবার (১২জুন) সকাল ১০টায় জয়নগর মাদানী ফাউন্ডেশন চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব অর্থায়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুইশতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক এলাহী মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব জিএম সোলাইমান কবির, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঢালী, উপজেলা যুবদের সভাপতি আজিজুর রহমান আজিবর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গফফার মিঠু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা নেত্রী নুরুন্নেছা খুকুমনি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ -সভাপতি ও সাবেক ইউপি সদস্য জামিরুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজুর রহমান, বিএনপি নেতা স.ম আকতার ফারুক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক জিএম আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম পাড়, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিএম আব্দুস সালাম, বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর আলম, সালাউদ্দীন আহমেদ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
