সমাজের আলো: সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ ও গবাদি পশু নিরাপদ স্থানে নিয়ে আনার কাজ চলছে। প্রস্তুত রাখা হয়েছে সিপিপিসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যদের। এদিকে পানি উন্নয়ন বোর্ডও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে কাজ শুরু করেছে।
আজ (মঙ্গলবার) সকাল থেকে সাতক্ষীরার উপকূলীয় উপজেলাগুলোতে ঘূর্ণিঝড় সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মাইকিং করা হচ্ছে। সিপিপিসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা রাত-দিন মাইকিংসহ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ ও গবাদি পশু নিরাপদ স্থানে নিয়ে আনার কাজ করে যাচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কৈখালী, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের; আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের এবং কালীগঞ্জ উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে সব লোকজনকে গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে বলা হয়েছে।
আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে ত্রাণ সহায়তায় খাদ্য বিতরণের ব্যবস্থা নিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা নির্বাহী অফিসারদের চাহিদার বিপরীতে তাৎক্ষণিক ভাবে খাদ্যশস্য সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। সিপিপি ও রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, রোভার স্কাউট এবং বিএনসিসি সমন্বয়ে প্রচার প্রচারণা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরা জেলায় মোট আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১ হাজার ২৭২টি। এরমধ্যে আশাশুনি উপজেলায় ১০৬টি, দেবহাটা উপজেলায় ১০৪টি, কলারোয়া উপজেলায় ২১৮টি, কালীগঞ্জে ১১৬টি, সাতক্ষীরা সদরে ৩৩৩টি, শ্যামনগরে ৩০৩টি ও তালায় ৯২টি আশ্রয় কেন্দ্র রয়েছে। নতুন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কালীগঞ্জে ৮৭টি। জেলায় আশ্রয় কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা ৫ লাখ ২২ হাজার জন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
এদিকে মহামারি করোনা পরিস্থিতি সরকারের দেয়া নিয়মানুযায়ী প্রতিটি আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রে মাস্ক ও সাবানের ব্যবস্থা নেয় হয়েছে। সেই রাখা হয়েছে আইসোলেসন রুমের ব্যবস্থা।
