মো: রাহাতুল ইসলাম :কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী নোহা গাড়ি পুকুরে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি সময় সংবাদ বিডি কে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যুবাইর।
তিনি আরো জানান,তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী, দুই শিশু ও বাকি দুইজন পুরুষ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার পরও আরও দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজন কে চিকিৎসা দেওয়া হচ্ছে।

