সমাজের আলো: গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা এলাকায় এক চকলেট বিক্রেতা কিশোরীকে (১৬) চলন্ত বাসে ধর্ষণ করেছে দুই পরিবহন শ্রমিক। গতকাল শনিবার রাতের এ ঘটনার পর আজ রোববার দুপুরে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে ওই কিশোরী। পরে বাসের চালক সাদ্দাম হোসেনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তবে তার সহকারী (হেলপার) শরীফ হোসেন (২০) পালিয়ে গেছে। সাদ্দাম হোসেনের বাবার নাম সুরুজ। তারা শেরপুরের শ্রীবরদী থানার বাগতা এলাকার বাসিন্দা। গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকায় একটি বাসায় থাকেন সাদ্দাম। তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালান তিনি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি জামালপুরের জেলার ইসলামপুর উপজেলার পূর্ব বামনা এলাকায়। সে ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় ভাড়া বাসায় থেকে যাত্রীবাহী বিভিন্ন বাসে ফেরি করে চকলেট বিক্রি করে। গতকাল শনিবার রাত ৯টার দিকে চকলেট বিক্রির উদ্দেশ্যে ওই কিশোরী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ডে আসে। এ সময় সেখানে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ে অপেক্ষমাণ পূর্ব পরিচিত হেলপার শরীফ হোসেন ও চালক সাদ্দাম হোসেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় বেড়াতে যাবে কিনা জিজ্ঞেস করলে কিশোরীটি বাসে ওঠে। পরে বাসটি যাত্রী নিয়ে চান্দনা চৌরাস্তায় আসে। সেখানে যাত্রী নামিয়ে খালি বাসে কিশোরীকে নিয়ে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকার ফ্লাইওভার এলাকায় যায়। ওসি জানান, সেখানে বাস থামিয়ে চালক সাদ্দাম ও হেলপার শরীফ চকলেট বিক্রেতা কিশোরীকে কুপ্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় দুজন মিলে কিশোরীকে জাপটে ধরে পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে টহল পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসতে থাকলে তারা ওড়না দিয়ে কিশোরীর মুখ বেঁধে ফেলে। পরে সাদ্দাম হোসেন বাসটি চালিয়ে চন্দ্রার দিকে যেতে থাকে। এ সময় পুলিশ পেছন থেকে ধাওয়া করে। একপর্যায়ে চন্দ্রা থেকে ইউটার্ন নিয়ে বাসটি মৌচাক দিয়ে ভান্নারার শাখা রাস্তায় ঢুকে পড়ে পুলিশকে এড়ায়।
Yeorab Hossain
Yeorab Hossain



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *