সমাজের আলো : সোমবার রাতে উপজেলার সরল ইউনিয়নের চাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।নিহত মো. মিনহাজ (১২) ও রুহী (৬) ওই এলাকার মো. ইদ্রিসের সন্তান। ইদ্রিস বিদেশে থাকেন।
বাঁশখালী ফায়ার স্টেশনের ফায়ার লিডার নুরুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে ওই ঘর থেকে ভাইবোনের পোড়া লাশ উদ্ধার করা হয়।প্রতিবেশীদের বরাত দিয়ে বাশার বলেন, “ঘরে যখন আগুন লেগেছিল, তখন দুই ভাইবোন ঘুমাচ্ছিল। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা বের হতে পারেনি। পোড়া লাশ দুটো ছিল দরজার কাছে।”
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাকিম বলেন, “বাচ্চারা ঘুমিয়ে পড়ায় তাদের মা বাইরে থেকে দরজা আটকে পাশের ঘরে গিয়েছিলেন ভাত খেতে। এ সময় আগুন লাগায় তারা আর বের হতে পারেনি।”ফায়ার লিডার বাশার জানান, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে আরও কয়েকটি ঘর আছে। তবে সেগুলো পাকা ঘর হওয়ায় তেমন ক্ষতি হয়নি। যে ঘরটি পুড়েছে, সেটি ছিল টিনের।ওই ঘরে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

