সমাজের আলো: চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ সভাপতিসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আশাশুনি সদরের মো. আবু বক্কর সিদ্দিক (৩৫), সেলিম রেজা (২১), হ মো. মোস্তাকিম (১৬) এবং মো. রফিকুল আল-আমিন হোসেন (২২)। আসামীদের আশাশুনি এলাকা থেকে গ্রেফতার করেন থানা পুলিশ।
সূত্র জানায়, আশাশুনি উপজেলার হোমিওপ্যাথিক ডাক্তার বঙ্কিম চন্দ্রের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করেছে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের আপন ছোট ভাই ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিনসহ ৪ জন।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) আশাশুনির মৃত সুধান্য কুমার বৈদ্যর ছেলে বঙ্কিম চন্দ্র বৈদ্য (৩২)-এর কাছ থেকে দশ হাজার তিন শত পঞ্চাশ টাকা চাঁদা নেয়। বঙ্কিম চন্দ্র থানায় অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)-এর নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (দেবহাটা সার্কেল) মো. শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির-এর নেতৃত্বে এসআই (নি.) মো. মামুন হোসেন ও তার সঙ্গীর ফোর্স এর সহায়তায় তাদের আটক করা হয়।আসামীদের আশাশুনি এলাকা থেকে গ্রেফতার করেন থানা পুলিশ। এসংক্রান্তে থানায় পেনাল কোড আইন এর ৯(০৭)২০২০ মামলাটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনসহ আল-আমিন ও সেলিম রেজার নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও চাঁদাবাজি মামলায় আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন হাজত খেটেছেন। বাকি আসামী আল-আমিন এবং সেলিমসহ দু’জন জামিনে রয়েছেন। আসমাউলও হাজত খেটে এখন জামিনে রয়েছেন। এরপরও তাদের অপরাধ আর চাঁদাবাজি থেমে নেই বলেঅভিযোগ অনেকের।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজি মামলায় আসামীদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *