সমাজের আলোঃ  যশোর শহরের কাজীপাড়ার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। মামলার তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের বিদায়ী ওসি মারুফ আহমেদ

গত ২০১৮ সালের ২৮ আগস্ট রাত সোয়া ১২টার দিকে শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীদের হাতে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমাদেয় যশোর ডিবি পুলিশের সাবেক ও বিদায়ী ওসি মারুফ আহমেদ। তিনি মুঠোফোনে চার্জশীট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। চার্জশিটে শহরের কাজীপাড়া মানিকতলার জাহিদ হাসান মিলন ও কাজীপাড়া কাঁঠালতলার তৌহিদ চাকলাদার ফন্টুসহ ১১জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত অপর ৯ জন হচ্ছে-কাজীপাড়া গোলামপট্টির মৃত আব্দুল খালেকের ছেলে ইয়াসিন মোহাম্মদ কাজল, ধর্মতলার মো. কালিমের ছেলে টিপু, কাজীপাড়া গোলামপট্টির আবুল কাশেম ওরফে পিকুলের ছেলে সাগর, মো. সিরাজের ছেলে তরুন, আব্দুল বাকেরের ছেলে আলামিন, কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ডাবলু, কাজীপাড়া আমতলার এস এম আকাশ, ঘোপ জেল রোডের এস এম মহিউদ্দিন ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লিটন। চার্জশিটে অভিযুক্ত তৌহিদ চাকলাদার ফন্টু, ইয়াছিন মোহাম্মদ কাজল, তরুন, ডাবলু ও টিপুকে পলাতক দেখানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *