সমাজের আলো: রাজধানীর দারুস সালাম থানার সরকারি বাঙলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে গরুর ট্রাক থেকে জব্দ করা হয় ৩৭ হাজার ৬০০ পিস ইয়াবা। গ্রেপ্তার করা হয় এক ইয়াবাকারবারিকেও। আর দশটা অভিযানের মতো সবই ঠিকই ছিল। বিপত্তি বাধে এ ঘটনায় দায়ের মামলার জব্দ তালিকা নিয়ে। কেননা ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা এবং ট্রাকের সঙ্গে ছিল চারটি গরুও। এগুলো লালন-পালনের সরকারি কোনো ব্যবস্থা নেই যে র্যাব-পুলিশে। তাই সমস্যার বিষয়টি জানানো হয় আদালতকে। পরে বিচারকের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২ লাখ ১০ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয় সেই চারটি গরু।
