সমাজের আলোঃ চীনের সাথে উত্তেজনার মাঝে ভারতে রাফালে যুদ্ধ বিমান চীনের সাথে সীমান্তে উত্তেজনার মাঝে অত্যাধুনিক ফরাসী যুদ্ধ বিমান রাফালের প্রথম চালানটি আজ (বুধবার) ভারতে পৌঁছেছে।
পাঁচটি রাফালে বিমান ফ্রান্স থেকে উড়ে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা বিরতি দিয়ে ভারতে এসে নেমেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন লড়াইয়ের জন্য এই যুদ্ধ বিমানের ব্যবহার এখনই সম্ভব নয়, এর জন্য সময় লাগবে।
২০১৬ সালে ভারত পুরনো রুশ মিগ যুদ্ধবিমান বাতিল করে তাদের বিমানবাহিনীর আধুনিকায়নের জন্য ৩৬টি রাফালে বিমান কেনার জন্য চুক্তি করে।
তারই প্রথম চালান হিসাবে এই পাঁচটি বিমান দেয়া হলো। বাকিগুলো আগামী বছরের মধ্যে সরবরাহ করার কথা।
রাফালে যুদ্ধবিমান হামলার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, এবং স্থল এবং সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম বলে দাবি করা হয়। প্রতিটি বিমান কিনতে খরচ পড়েছে ৭০০ কোটি রুপি।
