নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে দুর্বৃত্তের দেয়া আগুনে গরুর খামার ব্যবসায়ী হুমায়ুন কবীরের গোয়াল ঘর ও প্রায় ১০হাজার টাকার বিচুলি পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় খামার ব্যবসায়ী ও তার পরিবার আতংক গ্রস্ত হয়ে পড়েছে। হুমায়ুন কবীর সদর উপজেলার চুপড়িয়া গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান আব্দুল রহমানের ছেলে। স্থানীয় বাবলু রহমান, আবুজারসহ এলাকাবাসীরা জানান, গভীর রাতে তাদের বাড়ী থেকে চিৎকার শুনে সেখানে এসে আগুন জ্বলতে দেখে আমরা অনেক চেষ্টা করে আগুন নেভায়। ততোক্ষণে গোয়াল ঘরের চাল ও গরুর খাদ্য বিচুলি পুঁড়ে যায়। ক্ষতিগ্রস্ত হুমায়ুন কবীর ও তার ছোট ভাই ফিরোজ আহমেদ (পল্টু) জানান, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গোয়াল ঘর থেকে গরুর ডাক ও ঘরে চাল ও বিচুলি পোঁড়ার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি বসত ঘর সংলগ্ন গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনি কিন্তু এরই মধ্যে গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে সাতটি গরু ছিল যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা। এ ঘটনায় খামার ব্যবসায়ী ও পরিবারের জীবন রক্ষার্থে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *