সমাজের আলো: মোবাইল চুরির অপবাদে বরিশালের বাকেরগঞ্জে দশ বছরের মেয়ের ওপর অমানষিক নির্যাতন করা হয়েছে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে দশ বছরের শিশু কন্যা জুঁই। তার ওপর চালানো হয়েছে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা। স্বজনদের দাবি, গত বৃহস্পতিবার বাকেরগঞ্জের নীলগঞ্জে মামা বাড়ির উঠোনে খেলা করার সময়, মোবাইল চুরির অভিযোগ দিয়ে শিশুটিকে ধরে নিয়ে যায় প্রতিবেশি কবির চৌকিদারের ছেলে সাইফ ও তার দলবল। এরপর তাকে একটি বাথরুমের ভেতরে আটকে রেখে হাত পা বেঁধে নির্মমভাবে পেটানো হয়। মুখের ভেতরে গুঁজে দেয়া হয় গামছা। মুখের ওপর ঢালা হয় পানি। এখানেই শেষে নয়, তারা যৌন নির্যাতনেরও চেষ্টা চালায় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তারা।

