সমাজের আলো। ।স্কোর বোর্ডে ১৭২ রান তুলেও ম্যাচ জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও ক্ষীণ হল নাইটদের। শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসকে হারালেও প্লে-অফে যাওয়ার জন্য অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কিং খানের দলকে। দুই স্পিনারের দুরন্ত বোলিংয়ে ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল নাইটদের। কিন্তু সেখান থেকে দলকে জেতাতে ব্যর্থ পেসাররা। কিন্তু ১৯ ওভারে লকি ফার্গুসন ২০ রান দিয়ে সুপার কিংসের হাতে ম্যাচ তুলে দেন। ওভারের প্রথম ডেলিভারি ওয়াইড ও পঞ্চম ড়েলিভারি নো করে নাইটদের জয়ের সম্ভাবনায় পানি ঢেলে দেন ফার্গুসন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে সুপার কিংসকে জেতান রবীন্দ্র জাদেজা।

