সমাজের আলোঃ রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান রাজের বিরুদ্ধে বিয়ের প্রলোভোন দেখিয়ে ১৪ বছর ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)র কর্নহার থানায় ভুক্তভোগী গৃহবধূ রুমানা খাতুন (৩০) বিচার চেয়ে একটি লিখিতি অভিযোগ করেছেন।

অভিযুক্ত চেয়ারম্যান কামরুল হাসান রাজ পবা দর্শনপাড়া ইউনিয়নের তিশলাই গ্রামের সাবেক চেয়ারম্যান ইয়াসিন আলীর ছেলে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী গৃহবধূ রুমানা খাতুনের ভাষ্য মতে, আজ মঙ্গলবার দুপুরে রুমানা খাতুন তার ভালোবাসার স্বীকৃতি পাবার জন্য পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান রাজের কাছে যায়। চেয়ারম্যান রাজ বুঝতে পারে তার কু-কৃর্তী সকলে জেনে যাবে, সে কারনে নিজেকে আড়াল করতে গ্রাম পুলিশ দিয়ে তাকে ইউনিয়ন পরিষদ থেকে ঘাঁড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এ সময় ভুক্তভোগী গৃহবধূ রুমা খাতুন ভালোবাসার স্বীকৃতি পাবার জন্য ইউনিয়ন পরিষদের সামনে কান্নাকাটি করা শুরু করে। পরে চেয়ারম্যান কামরুল হাসান রাজের ফোনে কর্নহার থানা পুলিশ তাকে তার ভালোবাসার স্বীকৃতি পাওয়িয়ে দিবে মর্মে কর্নহার থানায় নিয়ে যায়। পরে একটি লিখিত অভিযোগ করলেও সেই অভিযোগটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেই রয়ে যায় বলে জানান ভুক্তভোগী গৃহবধূ রুমানা খাতুন।

ভুক্তভোগী আরো বলেন, ২০০৫ সাল থেকে একটি স্কুলে বর্তমান চেয়ারম্যান রাজের সাথে আমার সর্ম্পক হয়। তিনি নিজেকে অবিবাহিত বলে আমাকে ভালোবাসার প্রস্তাব দেন, আমি তার কথায় বিশ্বাস করে তার ভালোবাসার প্রস্তাবে রাজি হই। এই ভালোবাসাকে পুঁজি করে বিয়ে করার আস্বাস দিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, তার বন্ধু বান্ধবীর বাসা ও লক্ষীপুরের পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের পাশে আবস্থিত তার তিনতলা বাসায় নিয়ে গিয়ে একাধিকবার আমাকে তার সাথে শারিরীক মিলমিশা করতে বাধ্য করে। এর পর থেকে আমি তাকে বিয়ের কাথা বললে তিনি পারিবারিক সমস্যা দেখিয়ে পরে বিয়ে করবে বলে আশ্বাস দেন। আমি তার কথায় শরল বিশ্বাসে অপেক্ষা করি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *