সমাজের আলো ঃ উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পাটকেলঘাটা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে চুরি প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসাবে অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা, সাতক্ষীরার পরামর্শক্রমে এসআই(নিঃ)/মোঃ সোলায়মান কবীর, এসআই(নিঃ)/কৃষ্ণপদ সমাদ্দার ও সংগীয় ফোর্সদের সহায়তায় গত ইং-০৮/২/২০১২ তারিখ দিবাগত রাত্রে ভারসা গ্রাম হইতে চুরি যাওয়া ব্যাটারী চালিত মােটরভ্যান দেবহাটা থানাধীন সখিপুর বাজার থেকে বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। আতাউর রহমান রানা, পিতা-আশরাফুল ইসলাম, গ্রাম- সাতানী (ঘোষপাড়া) , থানা-সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরা, ২। মোঃ ইমরান শেখ, পিতা-হাসেম শেখ , গ্রাম-আচিমতলা (শেখপাড়া) , ৩। শেখ মিজান, পিতা-শেখ মহিবুল ইসলাম , গ্রাম-চৌগাছা, ৪। মোঃ সুমন গাজী , পিতা-মফিজুল ইসলাম গাজী, গ্রাম-পাটকেলঘাটা (ওভার ব্রীজের নিচের বস্তি) , সর্বথানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাদের চুরি যাওয়া ব্যাটারী চালিত মােটরভ্যান উদ্ধার সহ গ্রেফতার করা হয় । আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *