সমাজের আলো : মঙ্গলবার গভীর রাতে চুরি হয় ১২টি গরু। তিন গ্রামের চার কৃষক এসব গরুর মালিক। তবে তাঁদের একজন শহিদুল্লাহ সিকদারকে ভাগ্যবানই বলতে হয়। তাঁর চুরি যাওয়া চারটি গরুর মধ্যে বাড়িতে ফিরেছে দুটি। ঘটনাটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার। ভাগ্যবান কৃষক শহিদুল্লাহর বাড়ি সরিষাআটা গ্রামেস্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার মাকড়াই, সরিষাআটা ও বাঘাড়া গ্রামের চারজন কৃষকের ১২টি গরু চুরি হয়। তার মধ্যে মাকড়াই খালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের তিনটি, সরিষাআটা গ্রামের শহিদুল্লাহ সিকদারের চারটি, একই গ্রামের সোহেল মিয়ার একটি এবং চারটি গরু বাঘারা গ্রামের জব্বার সিকদারের। গরু ফিরে পাওয়ার পর শহিদুল্লাহ সিকদার বলেন, ‘চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে বাছুরসহ একটি দুধেল গাভী ও দুটি ষাঁড় নিয়ে যায়। তার মধ্যে ষাঁড় দুটি চোরের চোখ ফাঁকি দিয়ে বাড়ি ফিরে এসেছে। আমার ধারণা, গাড়িতে তোলার সময় গরু দুটি ভয় পেয়ে দৌড় দেওয়ায় চোরের দল আর তাদের আটকাতে পারেনি।’ এলাকায় গরু চুরি বৃদ্ধির কথা স্বীকার করেছেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজহারুল ইসলাম। তাঁর কথায়, এটি উদ্বেগজনক ঘটনা। চুরি ঠেকাতে পুলিশের টহল জোরদার করা দরকার। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল হাসান বলেন, ‘চুরির বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *