সমাজের আলো : করোনায় কাতর শয্যাশায়ী ৭৬ বছর বয়সী মা তার মুখোশ (মাস্ক) সরিয়ে ফেলতে বলেছেন, যাতে নিজের মেয়েকে শেষ বারের মত বলতে পারেন, তিনি চূড়ান্তভাবে তাকে ভালোবাসেন। এই হৃদয় বিদারক মুহুর্তটি লিসেস্টার শায়ারে একজন কোভিড-জর্জরিত মায়ের। মারিয়া রিকো (৭৬) ছিলেন লিসেস্টার রয়েল ইনফিরমারির কোভিড ওয়ার্ডে। ঠিক পাশের বিছানায় ছিলেন তার মেয়ে অ্যানাবেল শর্মা (৪৯)। মৃত্যুর পথযাত্রী মারিয়া হাসপাতালের বেডে মাস্ক ও অন্যান্য যন্ত্রাদিতে আবদ্ধ থাকায় কথা বলতে পারছেন না। তবে বুঝতে পারছেন তার সময় ফুরিয়ে আসছে। পাশেই কাতরাচ্ছেন করোনা আক্রান্ত তার মেয়ে অ্যানাবেল। চিকিৎসার নিবিড় যত্নে ইনটেনসিভ কেয়ারে থাকা মা ইশারায় চিকিৎসককে তার মাস্ক খুলে দিতে অনুরোধ জানান

