সমাজের আলো : ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের’ প্রতিবাদে মোহাম্মদ রায়হান রনি নামের এক যুবক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১২টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ রায়হান রনি নিজেকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী দাবি করে বলেন, ‘আমি দীর্ঘ দিন যাবৎ ছাত্রলীগের রাজনৈতিক মিটিং-মিছিলে রাজপথে সক্রিয়ভাবে থেকেছি। বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতি ও হরতালের বিপক্ষে থেকেছি আপোষহীন।’মোহাম্মদ রায়হান রনি তার বিরুদ্ধে বিভিন্ন ‘মিথ্যাচারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘নবগঠিত আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার পর বারবার একটি কুচক্রী মহল আমাকে ছাত্রদল নেতা বানানোর পায়তারা করছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যাচার মাত্র। কেননা উপযুক্ত কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র একটি কমিটির কাগজ দেখে আমাকে ছাত্রদল বানানোর অপচেষ্টা চলছে। আমি যদি সত্যিই ছাত্রদল করতাম, তাহলে কেন ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে আমার ছবি থাকবে না? আমি দীপ্ত কণ্ঠে বলব, ছাত্রদল আমার কোনো সিভি এবং ছবি দেখাতে পারবে না। আমি এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’তিনি বলেন, ‘সামান্য একটা কাগজের ওপর নির্ভর করে আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনকে সংকটময় করে তুলবেন না। আর কী কাগজ এবং প্রমাণ আছে সেটা দেখান? ছাত্রদলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই-এটা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক আমাকে হেয় করার জন্য।’তিনি আরও বলেন, ‘সম্প্রতি এক টুকরো কাগজ আর ফেসবুকে কুচক্রী মহলের নানান তৎপরতা আমার ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনকে করেছে প্রশ্নবিদ্ধ এবং আমাকে ফেলেছে হুমকির মুখে।’উল্লেখ্য, সদ্য ঘোষিত আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পৌর ছাত্রদলের এক নেতার জায়গা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত রায়হান রনি নামের ওই নেতা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে থেকেই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন বলে দাবি করা হয়।রায়হান রনি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। বর্তমানে পড়াশোনা করছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে।ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রায় ছয় মাস আগে গত ২৩ জানুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটির একজন আহ্বায়ক ৯ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং বাকি সবাই সদস্য পদ পায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *