সমাজের আলো¨: সম্মেলনের প্রায় এক বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ছাত্রলীগের সাবেক বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। বাদ পড়েছেন বিগত কমিটির বিতর্কিত অনেকে। তবে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য পদে বিগত কমিটির নেতারাই প্রাধান্য পেয়েছেন। বেশ কয়েকজন সংসদ সদস্যও প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। আর বরাবরের মতোই এবারও কেন্দ্রীয় কমিটিতে নারীদের রাখা হয়নি বললেই চলে।
