সমাজের আলো: নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে চার সদস্যের ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। কাপড় ব্যবসায়ীর উপর বর্বরোচিত জখমের ঘটনা তদন্ত করতে গিয়ে এই তথ্য পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রবিবার সন্ধ্যায় আদালতে তোলা হয়।

