খুলনা প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ছাত্রলীগ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে খুলনায় মানববন্ধন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা সাধারণ শিক্ষার্থীবৃন্দ নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে অবরোধকারী শিক্ষার্থীসহ উপাচার্য ও শিক্ষকদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেন।উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে গতকাল ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে আন্দোলরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ ও স্থানীয়রা দুই দফা হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর।

