সমাজের আলো: নৈতিক স্খলনসহ নানা অভিযোগের ভিত্তিতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেশকিছু অভিযোগে উনাকে (দেলোয়ার হোসেন) অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় আলোচনার ভিত্তিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিডিয়ার কাছেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল।’ এর আগে গত মঙ্গলবার রেজিস্ট্রারের সঙ্গে এক ছাত্রীর অশ্লীল, কুরুচিপূর্ণ কথাবার্তা সম্বলিত ২৬ মিনিট ৩২ সেকেন্ডের একটি ফোনালাপ ফাঁস হয়। এরপরই রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বেতন বৈষম্য, নিয়োগ বাণিজ্য, অনুসারীদের অধিক সুবিধা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসে। এ ঘটনায় তিন দিনের মধ্যে রেজিস্ট্রারকে বরখাস্তের দাবি জানিয়ে পর দিন ট্রাস্টি বোর্ডকে লিখিত বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। এছাড়া তাকে বরখাস্ত এবং ঘটনার তদন্তের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অগ্নিসেতু, সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার ও ডিবেটিং সোসাইটি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *