সমাজের আলো: শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জন্ম নেওয়া অজগর সাপের ৩০টি বাচ্চা হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে চিকিৎসায় সুস্থ হওয়া আরো ১৪টি প্রাণী অবমুক্ত করা হয় অরণ্যটিতে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম প্রাণীগুলো অবমুক্ত করেন। মুক্তি পাওয়া প্রাণীদের মধ্যে রয়েছে- ৩০টি অজগর ছানা, একটি বড় অজগর, চারটি বন বিড়াল, দুটি লজ্জাবতী বানর, একটি মেছো বিড়াল, তিনটি বাদামী বানর, দুইটি সবুজ বুড়াল সাপ ও একটি তক্ষক। সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, প্রায় ছয় মাস আগে অজগরের ৩০টি বাচ্চা তাদের প্রতিষ্ঠানে ডিম থেকে ফুটেছে। বিভিন্ন প্রক্রিয়া শেষে এগুলোকে হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে।
