সমাজের আলো : শারফুল হাসান ওরফে মিশু হাসান। দেড় যুগ আগের সেই ছিঁচকে ছিনতাইকারীই বনে গেছেন হাজার কোটি টাকার মালিক। তাঁর উত্থানের পরতে পরতে নাটকীয় কাহিনি। ছিনতাই থেকে শুরু করে মাদক কারবার, অনৈতিক কর্মকাণ্ডের আখড়া হিসেবে পরিচিত পার্টির আয়োজন, দেশে-বিদেশে নারী সরবরাহসহ ধনাঢ্য ব্যক্তিদের ব্ল্যাকমেইল এবং অবৈধ গাড়ি আমদানি—হেন অপকর্ম নেই যা করেননি। দুই হাতে টাকা কামিয়ে ফুলে-ফেঁপে উঠেছেন। দেশে-বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। সম্প্রতি আলোচিত মডেল পিয়াসা ও মৌ গ্রেপ্তার হলে এই সিন্ডিকেটের পুরোভাগে উঠে আসে মিশুর নাম।সূত্র জানায়, মিশু লেটেস্ট মডেলের কথা বলে বিদেশ থেকে আমদানি করেন পুরনো মডেলের গাড়ি। তারপর নিজের মালিকানাধীন ইউরো কার ওয়ার্কশপে নিয়ে সেই গাড়িকে মডিফিকেশনের মাধ্যমে নতুন মডেলে রূপান্তর করেন। এভাবে জালিয়াতি করে কম দামের গাড়ি অধিক মূল্যে ধরিয়ে দেন গ্রাহকদের। খোঁজ নিয়ে জানা গেছে, মিশুর এই অপকর্ম এখনো অব্যাহত রয়েছে। কারণ, তাঁর গাড়ির ব্যবসা দেখভাল করেন তাঁরই এক অংশীদার আশীষ কুমার ও ছোট ভাই স্যাম। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে এ বিষয়ে আরো তথ্য মিলতে পারে। অনুসন্ধান বলছে, ২০১৬ সালে শুল্ক গোয়েন্দা সদস্যরা কমপক্ষে ৭০টি অবৈধ গাড়ির খোঁজ পান। গোয়েন্দা তদন্তে বারবার উঠে আসে মিশু হাসানের নাম। শুল্কগোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, ডিউটি ফ্রি গাড়ি আমদানিসহ বেশি সিসির গাড়িকে কম সিসি দেখিয়ে অভিনব ব্যবসা শুরু করেন মিশু। মূলত কারনেটের মাধ্যমে গাড়ি আমদানি করে সরকারের শুল্ক ফাঁকি দেওয়ার মাধ্যমে মিশু হাতিয়ে নেন কোটি কোটি টাকা

