সমাজের আলো : ছিনতাই, চুরি বা ডাকাতির পরও কোনো থানা মামলা না নিলে বা মামলা নিতে গড়িমসি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি-দক্ষিণ) মো. মাহবুব আলম।

তিনি জানান, ছিনতাই, চুরি বা ডাকাতি হওয়ার পরও কোনো থানা মামলা না নিলে বা মামলা নিতে গড়িমসি করলে অভিযোগ জানাতে হবে। এ-সংক্রান্ত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপি কমিশনারের নির্দেশনার আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে ঈদ সামনে রেখে রাজধানীতে বেপরোয়া হয়ে ওঠা ছিনতাইকারী চক্র ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের হাতে গ্রেফতার হয় চক্রের ২৭ সদস্য।

শুক্রবার ও এর আগে বুধবার রাজধানীর হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ এলাকায় ধারাবাহিকভাবে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *