সমাজের আলো। ।সৎমায়ের রান্না করা তাল খেতে চায় শিশু মাজহারুল ইসলাম। সৎমা তাল দিতে আপত্তি করায় নিজের মায়ের কাছে বায়না ধরে শিশুটি। নিজের মা সন্তানকে শাসিয়ে নিভৃত করলেও অবুঝ শিশুর মন মানে না। তাই সে বাবার কাছে গিয়ে তাল খাওয়ার আবদার করলে বাবা তার সৎমায়ের কাছ থেকে ব্যবস্থা করে দিলে শিশু মাজহার তৃপ্ত হয়। এ ঘটনায় মাহজারের মা তার বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে ঝগড়া করেন। একই দিনে মাহজার বাড়িতে আসা ফেরিওয়ালার কাছ থেকে বেলুন কিনে দেয়ার বায়না ধরলে মা মাহমুদা খাতুন রাগান্বিত হয়ে শ্বাসরুদ্ধ করে ছেলেকে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। বুধবার ঘটনাটি ঘটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামে। অন্যদিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শামসুন্নাহার বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে তার ভাইপো ফয়সাল আহম্মেদ পারভেজ। এ ব্যাপারে বুধবার রাতে থানায় হত্যা মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ শামসুন্নাহারের ভাইয়ের ছেলেকে গ্রেপ্তার করে।

