সমাজের আলোঃ চিত্রটি ঢাকা মেডিকেলের। বাবা করোনাতে অাক্রান্ত হয়ে খুব শ্বাসকষ্টে অাছে। তাইতো সন্তান নিজের বুকে বালিশ রেখে সারাটি রাত এভাবেই বাবাকে একটু শান্তিতে শ্বাস নিয়ে ঘুমাতে সহায়তা করছে।সহযোগিতা করতে করতে কখন যে নিজের অজান্তেই ঘুমিয়ে গেছে।যেখানে করোনাতে মৃত ব্যক্তিকে তার সন্তান দেখতে পর্যস্ত যায় না।সেখানে এই করোনা অাতঙ্কের ভেতর এমন সন্তান সত্যি বিরল। হা এই পৃথিবীতে এখনও এমন সুসন্তান অাছে। হে ঈশ্বর তুমি পৃথিবীর এমন সুসন্তানদেরকে শ্রেষ্ঠ পুরষ্কার দিয়ে তাদের সকল মনোবাসনা পুরণ কর।
