হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনের মামি ও মামাত ভাইয়ের মৃ*ত্যু হয়েছে ১২ ঘন্টার ব্যবধানে। সাতক্ষীরাস্থ কামালনগরে দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাগেছে, কালিগঞ্জের মৌতলার কৃতি সন্তান প্রয়ত এ্যাডঃ গোলাম রহমান এর স্ত্রী, মোছাঃ রাবেয়া খাতুন (৮২) মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরাস্থ কামাল নগর বাড়িতে মৃত্যুবরণ করেন। তারই বড় পুত্র আলহাজ্ব মোঃ রুহুল আমিন মুকুল (৬২) গত সোমবার (১৬ অক্টোবর) আনুঃ রাত ১০ টায় ঢাকাস্থ নিজ বাসায় কিডনী সমস্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যুবরণ করেণ (ইন্না লিল্রাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৭ অক্টোবর) যোহরের নামাজবাদে ছেলে ও আসরের নামাজবাদে মায়ের জানাজা কামালনগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উভয়কেই কামালনগর সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা’র নামাজ পরিচালনা করেণ কামাল নগর জামে মসজিদের ঈমাম হাফেজ মাওঃ আলহাজ্ব মাকছুদুর রহমান। জানাজা’র নামাজে অংশগ্রহন করেণ সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবি আজাহারুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলসহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের মামি ও মামাতো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বাডরী সফু, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধাক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস আহম্মদ উল্লাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহরিয়ার ও ফারুক আহমেদসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *