সমাজের আলো।। জামাতের জনসভায় পুলিশের পোশাক অস্থায়ী ইসলামিক সংগীত পরিবেশনের অভিযোগে এএসআই কারী মহিবুল্লাকে সাসপেন্ড করা হইছে।রোববার তাকে সাসপেন্ড করা হয়। পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশের এস আই ক্বারী মোহাম্মদ মহিবুল্লাহ বর্তমানে পুলিশ লাইন কর্মরত আছে। গত ২৬ নভেম্বর তিনি ছুটিতে যান। ১২ই ডিসেম্বর তিনি পুলিশ লাইনে যোগদান করেন। ছুটি থাকাকালীন তিনি যোগদান করেন। ছুটিতে তিনি বাড়িতে না যে সাতক্ষীরা এসে ৭ ডিসেম্বর সাতক্ষীরা শহরের খাটিয়া এলাকায় জামাতের একটি জনসভায় ইসলামী সংগীত পরিবেশন করে।এতে করে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ঘটনা রেঞ্জ ডিআইজি খুলনা ও যশোর পুলিশ সুপারকে জানানো হয়
এ অভিযোগে তাকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার করা হচ্ছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আব্দুল আলিম ঘটনাটি নিশ্চিত করেছেন।

