সাতক্ষীরা শ্যামনগর থেকে ফজলুল হকঃ জলবায়ু পরিবর্তনের ঝঁুকি কমাতে শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে বার তাল বীজ রোপনের শুভ উদ্বোধন হয়। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ভুরুলিয়ায় তাল বীজ বপন শুরু হয়। এসময় সিডিও ইয়ুথ টিমের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বলেন জলবায়ু পরিবর্তন ঝুঁকি কমাতে এবং বজ্র নিরোধক হিসেবে উপজেলার শ্রেষ্ট যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে গবেষণা প্রতিষ্টান বারসিকের সহয়োগিতায় উপজেলা ব্যাপি বার হাজার তাল বীজ রোপনের কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সিডিও ইয়ুথ টিম ভুরুলিয়া ইউনিট তাল বীজ বপন শুরু করেছে। এসময় উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিটের সভাপতি আল আমিন,সাধারন সম্পাদক সাইফুল্লাহ, রেজাউল করিম, মাসুম,জাহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
