সমাজের আলো : এলাকায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা কৃষক দিশেহারা ।আপন ও ইরিধান চাষ করতে পারেন না ।ঘের মালিকরা ইচ্ছামত পানি আটকে রাখে।বাঁধ দিয়ে নিজের মত করে ঘের করে । বর্ষা শুরু হয়েছে ।এ জন্য কৃষক জেগে উঠেছে ।জলাবদ্ধার নিরসনে বৃহস্পতিবার রাতে তুজলপুর বাজারে এক মত বিনিময় অনুষ্ঠিত হয় ।বহু কৃষক অংশ গ্রহন করেন ।সদরের তুজলপুর।রাজবাড়ি,ঝাউডাঙ্গা,গোবিন্দকাঠি,বিহারিনগর,ওয়ারিয়াসহ কলারোয়ার দশটি গ্রাম স্থায়ী জলাবদ্ধা হচেছ ২০০০ সালের পর থেকে ।কৃষক বাধ্য হয়ে মাঠে নেমেছে ।প্রয়োজন হলে আন্দোলন করা হবে ।

