রবিউল ইসলাম: শিশু, তরুণ ও যুবরা দেশের ভবিষ্যৎ। মাদক সেবনসহ নানা ধরনের কু-অভাসে জড়িয়ে আজ তাদের অনেকেই বিপথগামী। অনাগত ভবিষ্যতকে সঠিক পথে রাখাসহ সুন্দর সু-শৃঙ্খল আর বাসযোগ্য সমাজ বিনির্মাণের স্বার্থে তরুণদের রক্ষা করতে হবে। অভিভাবকদেরকে উদ্যমী হয়ে নিজ নিজ সন্তানদের বন্ধুতে পরিণত হতে হবে। সর্বোপরি পড়ালেখায় মনোনিবেশের পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী করে গড়ে তুলতে হবে। শুক্রবার বিকালে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-খেলোয়াড়দের সাথে মতবিনিয়কালে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. জহরুল হায়দার বাবু এসব কথা বলেন। সম্পতি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হওয়ায় শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাতে যাওয়ার পর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নিজ প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, শ্যামনগরের ফুটবলকে যেভাবে এগিয়ে নেয়া হচ্ছে একই গতিতে ক্রিকেটসহ সকল খেলাধুলা সামনের দিকে অগ্রসর হবে। শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত ক্রীড়ানুরাগী জহুরুল হায়দার আরও বলেন, মাদক ছেড়ে কেউ খেলাধুলায় মনোযোগী হলে সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে খেলাধুলায় সব ধরনের সাহায্য দেয়া হবে। সন্তানদের বিষয়ে খোঁজ খবর নেয়ার ক্ষেত্রে অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে পারিবারিকভাবে সচেতনতা সৃষ্টি করার বিকল্প নেই। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও শামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এসএমএ সোহেল ও সাধারণ সম্পাদক প্রভাষক সামিউল মনির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক শিক্ষক আশরাফুল হুদা মনির, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, সদস্য মিজানুর রহমান, সাইফুল ইসলাম আনোয়ার জাহিদ ওয়াইজ, সোহাগ হোসেন, মাসুদ হোসেন, আব্দুর রহিম, মাহাবুব হোসেন, তানজিম রায়হান, আরিফ হোসেন, নবকুমার মন্ডল প্রমুখ। এর আগে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় জহরুল হায়দার বাবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *