সমাজের আলো : জাতির জনক বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় কোর্ট চত্বরে শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব এড,এস এম হায়দার। বক্তব্য রাখেন পিপি এড,আব্দুল লতিফ,আ,ক,রেজওয়ান উল্লাহ,(সবুছ)এড,আব্দুস ছামাদ,এড বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু।জিপি শম্ভু সিংহ,এড,শাহনাওয়াজ,এড,এড,তামিম আহমেদ সোহাগ, এড,শিমুল,এড,আব্দুর রহমান, অনিত মুখার্জি, এড,সাইদুজ্জামান জিকো প্রমূখ।

