সমাজের আলো।।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হল রুমে পরিচিত সভায় জেলা জাতীয়তাবাদী তরুণদলের সভাপতি এমডি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য
রাখেন জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছর জামায়াতের সাথে আন্দোলন করেছি কিন্ত ৫ আগস্টের পর জামাায়ত বলেন দুই সাপের একই বিষ। বিএনপিকে উদ্দেশ্য করে আপনারা মুনাফেকি করছেন। জামায়াতের ভাই ও বোনেরা আপনারা এগুলো ঠিক করেননি। জামায়াত এনসিপিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে । ধর্মের কথা বলে রাজনীতি করে আপনারা ধর্মের বিরুদ্ধে কাজ করছেন। বিএনপি ইসলামী মূল্যেবোধে বিশ্বাস করে। এবার ষড়যন্ত্র অনেক তুখোর। গনতন্ত্রকে রক্ষা চাইলে সাতক্ষীরার ৪ টি আসনকে বিজয় করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির
সহ- সভাপতি একে আল রিয়াদ, জেলা তরুণদলের উপদেষ্টা মোহর আলী প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা তরুণদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিচিত সভা শেষে প্রতিবন্ধী আলফাজ গাজীকে তরুণদলের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ মো. আবুল বাশার ও সাংগঠনিক
সম্পাদক আবু মুছা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *