সমাজের আলো : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু ভাই সহযোগিতায় শ্রদ্ধানিবেদন করা হয় । এছাড়া ও কেন্দ্রীয় নেতা ও নেত্রীসহ সমগ্র বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা সাতক্ষীরা জেলা সন্তান সংসদের নেতারা উপস্থিত হন ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ । এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদকসহ সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যরা ।


