যশোর প্রতিনিধি : জাতীয় গ্রন্থাগার দিবসে যশোরে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে চৌগাছার ধূলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন মেহেবুবা প্রথম, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত বিনতে জামান দ্বিতীয় ও যশোর জিলা স্কুলের শিক্ষার্থী আজওয়াদ রাইয়ান তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে যশোর এম এম কলেজের শিক্ষার্থী ঋতু দত্ত প্রথম, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জেনিফা গাজী অর্ণালী দ্বিতীয় ও কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া খাতুন তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে যশোর এম এম কলেজের শিক্ষার্থী আফসানা রহমান প্রথম, যশোর এম এম কলেজের শিক্ষার্থী প্রীতি রানী ঘোষ দ্বিতীয় ও যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার মুমু দত্ত প্রথম, বেজপাড়ার সজল কুমার সাহা দ্বিতীয় ও নলডাঙ্গার রোডের মুহাম্মদ আসরাফিল হোসেন তৃতীয় হয়েছেন। ‘ঙ’ গ্রুপে যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের তাপস কুমার দে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন। তার আগে তিনি বেলুন উড়িয়ে ও কেক কেটে গ্রন্থাগার দিবসের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান ও এম এম কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। যশোর সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মমতাজ খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *