সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে হামদ নাথ আযান কোরআন তেলওয়াতসহ মোট ১৭টি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার ( ১৭ মে ) সকালে উপজেলা পৌর সদরের ঝিকরা কোল্ড স্টোর জামে মসজিদ সংলগ্ন অফিস কার্যালয়ে ইসলামিক ফাউণ্ডেশন কলারোয়ার ফিল্ড সুপার ভাইসার আবু হানিফের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ফিল্ড অফিসার হাসানুজ্জামান৷


ইসলামিক ফাউণ্ডেশন কলারোয়ার ফিল্ড সুপার অফিসার আবু হানিফ বলেন, উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮০জন শিক্ষার্থী ক ও খ বিভাগে ১৭টি বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে৷ এর মধ্যে চারটি শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি দাখিল মাদ্রাসা, ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা + খলসি হাফিজিয়া মাদ্রাসা ও ইক্বরা চাইল্ড স্কুল থেকে মোট ৫১ জন বিজয়ী ক ও খ গ্রুপের শিক্ষার্থীকে পুরস্কার দিয়ে জাতীয় শিশু – কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উপজেলা পর্যায় থেকে সাতক্ষীরা জেলা পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়েছে৷ ক গ্রুপের প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ১৮জন শিক্ষার্থী, খ গ্রুপ অষ্টম থেকে দশম শ্রেণির ছেলে ১৮ জন ও মেয়ে ১৫ জন মোট ৫১ জন শিক্ষার্থী কলারোয়া উপজেলা পর্যায় থেকে জেলার জন্য নির্বাচিত হয়েছেন৷
আগামি ২৪ মে মঙ্গলবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরায় জেলা পর্যায়ের জাতীয় শিশু – কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা ইসলামিক ফাউণ্ডেশনের বই উপহার দেন৷

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *