সমাজের আলো : কলারোয়ায় ১৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষ্যে এক আলোচা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮আগস্ট) দুপুরে কলারোয়া পৌর আওয়ামীলীগের আয়োজনে মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর দিথী খাতুন, যুবলীগ নেতা সঞ্চয় সাহা প্রমূখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *