সমাজের আলো। ।বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা, সাবেক মন্ত্রী। কিন্তু এখনকার রাজনীতিতে অনেকটাই ‘অপাঙ্ক্তেয়’ হয়ে পড়েছেন। তবে ‘স্বপ্ন’ দেখা ছাড়েননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। তার নতুন এই ‘স্বপ্ন’ একটি জোট গঠনের, যাতে থাকবে জামায়াতে ইসলামীও। বাংলাদেশের রাজনীতি থেকে ‘প্রায়’ বিতাড়িত স্বাধীনতাবিরোধী জামায়াতও অলি আহমেদের সঙ্গে ‘আপাত’ সম্পর্ক রেখে চলছে। তবে কর্নেল অলির নেতৃত্বে আলাদা জোট গঠনের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলেই জানা গেছে।
