সমাজের আলো : বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক তুলে সরকার আসলে কী চায় সেটি এখনো স্পষ্ট নয় বিএনপির কাছে। তাই ওই সব ইস্যুতে দলটি এখনই কঠোর কোনো অবস্থান নেবে না। বরং সতর্ক থেকে বিএনপি এর জবাব দেবে।দলটির বেশির ভাগ নেতারই সন্দেহ, আগামী নির্বাচনকে সামনে রেখে দুই বছর আগেই বিএনপিকে মাঠে নামানোর জন্য জিয়ার কবর নিয়ে রাজনীতি সামনে আনা হতে পারে। কেউ কেউ একে বিএনপির জন্য ফাঁদ বলেও মনে করেন। তাঁদের মতে, বিএনপি এখনই আন্দোলন শুরু করলে আবারও মামলা-হামলা করে দুই বছর আগেই ঘরে ঢোকানোর কৌশল নেবে সরকার। কারণ, এমনটি করা গেলে সরকার নির্বিঘ্নে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে বলে মনে করেন তাঁরা।দলটির বেশির ভাগ নেতারই সন্দেহ, আগামী নির্বাচনকে সামনে রেখে দুই বছর আগেই বিএনপিকে মাঠে নামানোর জন্য জিয়ার কবর নিয়ে রাজনীতি সামনে আনা হতে পারে। কেউ কেউ একে বিএনপির জন্য ফাঁদ বলেও মনে করেন। তাঁদের মতে, বিএনপি এখনই আন্দোলন শুরু করলে আবারও মামলা-হামলা করে দুই বছর আগেই ঘরে ঢোকানোর কৌশল নেবে সরকার। কারণ, এমনটি করা গেলে সরকার নির্বিঘ্নে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে বলে মনে করেন তাঁরা।জানা গেছে, এমন সন্দেহের কারণেই বিএনপি এখনই আন্দোলনে যাবে না। বরং পরিস্থিতির দিকে নজর রেখে সরকারি দলের নেতাদের বক্তব্যের পাল্টা জবাব দেবে। আজ শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বিষয়ে দলের সর্বশেষ অবস্থান ব্যাখ্যা করার কথা রয়েছে।

