(চুয়াডাঙ্গা) প্রতিনিধি : ভারত সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় হঠাৎ করেই ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির প্রকোপ বেড়ে গেছে। এতে করোনা ছড়ানোর ঝুঁকিতে রয়েছে উপজেলাবাসি। জীবননগর উপজেলায় গত কযেক সপ্তাহের ব্যবধানে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে কয়েক শত মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন। খুব কম বাড়ির লোকজনি আক্রান্ত হয়নি। হঠাৎ করেই কয়েক দিন প্রচন্ড শৈত্য প্রবাহ আর কনকনে শীতে জ্বর,গলা ব্যথা আর মাথা ব্যথায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। উপজেলায় এমন কোন বাড়ি নেই যেখানে দুই-একজন জ্বর-কাশিতে ভুগছে না। এধরনের রোগীদের করোনা টেষ্ট করালে রিপোর্ট পজিটিভ আসতে পারে ভয়ে অনেক মানুষ টেষ্ট করাতে যাচ্ছে না। এর ফলে উপসর্গ থাকলেও সনাক্তের অভাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। জীবননগর পৌর শহরের পাড়া-মহল্লায় ও গ্রামাঞ্চলের প্রতিটি জায়গায় সর্দি-জ¦র-কাশির প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।
৩-৪ দিন পর্যন্ত জ¦র স্থায়ী হলেও কাঁশিতে ভুঁগতে হচ্ছে এক সপ্তাহ ব্যাপী গোপালনগর,রাজনগর,কালা,গয়েশপুর,মেদিনীপুর,দেহাটি,আন্দুলবাড়ীয়া,বাজদিয়া,হাসাদহ,শ্রীরামপুর,করিমপুর,ততারানিবাস,ডাঙ্গাপাড়া,হরিহরনগরসহ বেশ কিছু এলাকায় প্রায় ঘরে ঘরে জ্বর,সর্দি-কাশিতে আক্রান্তের খোঁজখবর পাওয়া গেছে। বৈরী আবহাওয়ার কারনে আক্রান্ত এসব রোগী সাধারন গ্রাম্য ডাক্তারের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীর চাপ বাড়ছে। অনেক ক্ষেত্রে করোনার পরীক্ষার জন্য অনরকেই স্বাস্থ্য কমপ্লেক্য্রে পাঠানো হচ্ছে। ডাঙ্গাপাড়ার সাইদুর রহমান বলেন,আমাদের বাড়ির তিন সদস্যের সকলেই জ্বরে আক্রান্ত। প্রচন্ড শীতের মাঝে সর্দি-জ্বর -কাশি মানুষ-জনকে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। ওষুধ খেয়েও জ্বর-কাশি সারছে না। এনজিও কর্মি আলী হায়দার বলেন,এনজিও ঋণের কিস্তি আদায় করতে গিয়ে দেখা বাড়ী বাড়ী জ্বরে আক্রান্ত মানুষের যন্ত্রনা। হঠাৎ করেই জ্বরের প্রকোপ বেড়ে গেছে। এতে সবচেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া মানুষগুলো। জ্বরে আক্রান্ত সংবাদকর্মি তাহসানুর রহমান বলেন,হঠাৎ করে যেদিকে শুনি জ্বর আর জ্বর। শীতের মধ্যে জ্বর সহ্য করায় দায় হয়ে পড়ছে। জীবননগর থানা মোড়ের জিহাদ ফার্মেসির সত্বাধিকারী আরব আলী বলেন,এলাকায় হঠাৎ করেই জ্বরের প্রকোপ বেড়ে গেছে। আমার পরিবারে আমিসহ তিনজন জ্বরে আক্রান্ত। এখন সবচেয়ে বেশী বিক্রি হচ্ছে সর্দি-জ্বর-কাশির ওষুধ।
কুলতলা কমিউনিটি ক্লিনিকের সাইদুর রহমান বলেন,ঘরে ঘরে এখন জ্বরের প্রকোপ বেড়ে আশঙ্কাজনক হারে। আগে যেখানে জ্বরের রোগীই পাওয়া যেতো না। বর্তমানে সেখানে অধিকাংশ রোগীই সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে ওষুধ নিতে আসছেন। তবে যাদের মধ্যে করোনার লক্ষন পাওয়া যাচ্ছে, তাদেরকে আমরা করোনা টেষ্ট করতে পরামর্শ দিচ্ছি। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সেলিমা আক্তার সিমু বলেন,বিরুপ আবহাওয়ার কারনে হঠাৎ করেই সর্দি-জ্বর-কাশির প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা সাধ্যমত রোগী সাধারনকে বিনা মুল্যে ওষুধ সরবরাহসহ অন্যান্য সুবিধা দিয়ে যাচ্ছি। অন্যদিকে যাদের মধ্যে করোনা উপসর্গ দেখা দিচ্ছে, তাদেরকে করোনা টেষ্ট শেষে চিকিৎসা দেয়া হচ্ছে।
