ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাড়ান্দী মাঠপাড়া গ্রামে পথের কাটা দ্বিতীয় স্ত্রীকে সরাতে স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাষন্ড স্বামী ও তার ভাইদের হামলায় স্ত্রীর পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার সকালে সংঘটিত হয়েছে। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী মাঠপাড়ার হতদরিদ্র শাহাদত হোসেনের মেয়ে সারমিন আক্তার(২১) বলেন,আমার উপজেলার কাশিপুর গ্রামে বিয়ে হয়েছিল। সেখানে আমি স্বামী-সংসারে থাকা কালে আমাদের দাম্পত্য জীবনে তানভিন নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তানভিরের বর্তমান বয়স সাত বছর। আমি স্বামী সংসার করা কালে বাড়ান্দী গ্রামের আলী বকস খানের ছেলে মিনার খান(৩২) আমার পিঁছু লাগে। এক পর্যায়ে আমার স্বামী ও পরিবারের সদস্যদের নিকট মিনার খান আমার সম্পর্কে নানা আপত্তিকর কথাবার্তা বলে। ফলে আমাদের দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটে। আমি প্রথম স্বামীর সংসার ৫-৬ বছর দাম্পত্য জীবন কাটিয়েছি। এ সুযোগে মিনার খান আমাকে বিয়ে করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু মিনার খান গ্রামে অত্যন্ত প্রভাবশালী ও ধনী লোকের ছেলে হওয়ায় আমি তার সাথে বিয়ে করতে রাজি না থাকায় সে আমার নামে দশ কাঠা জমি ও চার লাখ টাকা কাবিন মুলে গত ৩-৪ মাসে বিয়ে করে। মিনার খান আমাকে বিয়ে করলেও তার বাড়ীতে না নিয়ে আমাকে আমার বাবা-মায়ের বাড়ীতে রেখে দেয়।
এদিকে বিয়ের কিছুদিন যেতে না যেতেই মিনার খান আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি সে আমার মোবাইল ফোনও রিসিভ করে না। এ অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আমাকে আমাদের বাড়ী সংলগ্ন একটি মেহগুনি বাগানের মধ্যে পেয়ে আমাকে কাঠের বাটাম দিয়ে বেধড়ক পিটাতে থাকে। আমার আর্তচিৎকারে আমার মা রোমেলা,খালা ফাতেমা,খালাতো ভাই শহিদুল ও খালাতো বোন সোনিয়া ছুটে গেলে মিনার তাদেরকেও মারপিট করে। এ ঘটনার পর পরই মিনার খানের ভাই মোস্ত খান,মনির খান,অপু খান ও ভাইপো সিয়াম খান লাঠিসোটা নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করে জখম করে। তারা আমার গায়ে জামা টেনে ছিড়ে বেআবরু করে ফেলে। লোকজন আমাদেরকে উদ্ধার করেন। মিনার খান আমাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু আমার লোকজন চলে আসায় তা আর সম্ভব হয়নি। সে আমাকে বিয়ের কিছুদিনের মাথায় স্বেচ্ছায় তালাক নেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। অন্যথায় হুমকি দিচ্ছিল আমাকে নাকি মেরে ফেললে তাদের খুব বেশী খরচ হবে না।
রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল মালেক বলেন,মিনার খান দশ কাঠা জমি ও চার লাখ টাকা দেরমোহর দিয়ে সারমিন আক্তারকে বিয়ে করেছে শুনেছি। তা নিয়ে তাদের মধ্যে গন্ডগোলও লেগেই আছে। এখনও পর্যন্ত আমাকে কোনপক্ষ কোন কিছু জানায়নি।
রায়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আমির হোসেন বলেন,গৃহবধু সারমিন আক্তার হতদরিদ্র পরিবারের সন্তান। তাদের মধ্যে বিয়ে নিয়ে বিরোধ রয়েছে। এই অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সারমিন আক্তারসহ তার মা ও খালাতো ভাই-বোনকে মারপিট করে জখম করেছে। মারপিটের ঘটনাটি আমার কাছে অমানষিক হয়েছে। থানায় মামলা হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমি আইনি ব্যবস্থা পদক্ষেপ নেব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *