ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):-১০-০৩-২২
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় মনোহরপুর ইউনিয়ন প্রবীণ ক্লাবের আয়োজন বৃহস্পতিবার সকালে ক্লাব চত্বরে দিন ব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা.পরিতোষ কুমার ঘোষ। ফ্রি-ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রবীন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন,সহ-সভাপতি আশরাফ আলী,মুজিবুর রহমান,্ওয়েভ ফাউন্ডেশনের মনোহরপুর ইউনিয়ন সমন্বয়কারী ইশরাত জাহান,প্রবীণ ক্লাবের যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন প্রমুখ। ফ্রি-মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনা মুল্যে হার্ট ও ডায়াবেটিকস রোগের সেবা প্রদান করা হয়। উল্লেখ,মনোহরপুর প্রবীণ ক্লাবের আয়োজনে প্রতি তিন মাস পর পর বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রবীণ রোগী সাধারনকে বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *