ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারপাড়ার আব্দুল আলিমকে(৫৫) মাদক সেবনের অপরাধে উপজেলা ভ্রাম্যমান আদালত তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ টাকা অর্থ জরিমানা করেছেন। ঘটনাটি সোমবার সকালে এ সাজা প্রদান করা হয় । জীবননগর উপজেলার রায়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আমির হোসেন বলেন,উপজেলার হাসাদহ বাজারপাড়ার মৃত সুন্নাত আলী মন্ডলের ছেলে আব্দুল আলিম মোল্যা দীর্ঘদিন ধরে উপজেলার রায়পুর বাজার এলাকায় গিয়ে গাঁজা সেবন করে আসছিল। একই ভাবে সোমবার সকালে রায়পুর বাজারে প্রকাশ্য স্থানে গাঁজা সেবন কালে তাকে গ্রেফতার করা হয় । তাকে উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উপস্থিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আব্দুল আলিমকে তিন মাসের বিনাশ্রম জেল ও ৫০ টাকা অর্থ জরিমানার আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আলিমকে সোমবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করেন।
