ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী দিনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের একটি রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। সরকার কৃষি বান্ধব সরকার হওয়ায় কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশ আজ খাদ্য আমদানি নয়,রপ্তানিও করছে। প্রযুক্তিতে দেশ পার্শ্ববর্তী ভারতের চেয়ে অনেকাংশে এগিয়ে রয়েছে। দেশে দিন দিন মানুষের মাথাপিঁছু আয় বাড়ছে। যোগাযোগ ব্যবস্থায় তো আকাশচুম্পি উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াতে চোখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখা যায় না। বিএনপি-জামায়াত আওয়ামীলীগের উন্নয়নে প্রতিহিংসা পরায়ন হয়ে দেশে সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এখন জনসমর্থন হারিয়ে বিদেশী প্রভুদের কাছে নালিশ করছে। বিএনপি সময় বাঁকা পথে ক্ষমতা যেতে মজা পায়। সে কারণে তারা দেশে নির্বাচন এলেই ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। কিন্তু দেশের জনগণ আর তাদের পাতা ফাঁদে পা দিবে না। আওয়ামীলীগ আবারও জনতার ভোটে সরকার গঠন করবে। সমাপনী দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল ও জীবননগর থানার অফিসার ইনচার্জ(অপারেশন) মাহবুবুর রহমান।
